সরকারের বাধায় প্রাপ্য জামিন পাননি খালেদা জিয়া
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সরকারের বাধায় প্রাপ্য জামিন পাননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, এমন অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে তিনি অবিযোগ করেন, সরকারের অমানবিক চক্রান্তের বেড়াজালে বন্দী খালেদা জিয়া। খালেদা জিয়া মুক্তি পেলে সরকারের সব ষড়যন্ত্র নস্যাত হবে জেনেই, সরকার জামিনে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিরও দাবি জানান রিজভী আহমেদ। বিএনপি মহাসচিবসহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং খায়রুল কবির খোকন ও ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের ঘটনায় নিন্দাও প্রতিবাদ জানান তিনি। এছাড়া অবিলম্বে মামলা প্রত্যাহারেরও দাবি জানান এই বিএনপি নেতা।

 
																			 
																		



















