সরকারের প্রভাবে ইভিএমের ফল বদলে যাওয়ার আশঙ্কা জিএম কাদেরের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইভিএমে ভোট যে কারচুপির সুযোগ রয়েছে, সে কথা জাতীয় পার্টির পক্ষে থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজের নবীন বরণ ও সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ইভিএম মেশিন ঠিক থাকলেও সরকারের প্রভাবে ফলাফল বদলে ফেলা সম্ভব। কেননা যারা ইভিএম পরিচালনা করে সরকার তাদের প্রভাবিত করতে পারে। জিএম কাদের বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি। এসময় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।