সরকারের চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে : মান্না

- আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সরকারের চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে সরকার রসিকতা শুরু করেছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে মান্না বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন আয়োজন করতে হবে।গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে। সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে যেভাবে ঢাকঢোল পিটিয়ে ভারতীয় শিল্পীদের দেশে এনে নাচ-গানের চিন্তা করছে, এর জন্য একদিন আওয়ামী লীগকে জবাবদিহিতা করতে হবে।