সরকারি নির্দেশনা থাকার পরও শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেনি পোশাক কারখানার মালিকরা

- আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা থাকার পরও, সাভার-আশুলিয়ায় শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেনি পোশাক কারখানার মালিকরা। বাড়তি ভাড়া দিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে গণপরিবহণেই যাতায়াত করছে শ্রমিকরা। পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এ ব্যাপারে সতর্ক রয়েছে বলে জানায়, স্থানীয় প্রশাসন।
ঢাকার সাভার-আশুলিয়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫শ’ পোশাক কারখানা রয়েছে। এখানে কাজ করেন লক্ষাধিক পোশাক শ্রমিক। লকডাউনে বিধিনিষেধ নিশ্চিতসহ বেশ কিছু শর্ত জুড়ে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
শ্রমিকদের যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকলেও, তা মানছেনা অনেক প্রতিষ্ঠান। এতে করোনা সংক্রমনের ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়া দিয়ে গণপরিবহনে কারখানায় যেতে হচ্ছে শ্রমিকদের।
করোনায় আক্রান্ত হয়ে মরে গেলেও, গার্মেন্টস মালিকরা তাদের জন্য কোনো ব্যবস্থা নেয়না বলে ক্ষোভ জানান, শ্রমিক নেতারা।অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়, স্থানীয় প্রশাসন। তাদের স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষায় কারখানা মালিকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানায়, শ্রমিক সংগঠনগুলো।