সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৮২১ বার পড়া হয়েছে
রমজান মাসে খেজুর, চাল, ডাল, ছোলা, বেসন, চিনি ও পেঁয়াজের ওপর বেশি চাপ পড়ে। রোজা শুরুর থেকেই বাজার ঘুরে শুরু রমজানের কেনাকাটা।
বরাবরের মত এবারও রোজা কেন্দ্র করে নিত্যপণ্যের দাম আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। যদিও সরকারের ঘোষণা ছিল রোজায় পণ্যের দাম বাড়বে না। কিন্তু এসব ঘোষণার কোন সুফল পায়নি সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ। পেঁয়াজ, রসুন, ডাল, আলু, বেগুন, মাছ, মুরগি ,গরুর মাংস সব কিছুর দাম চড়া। ক্রেতারা বলছেন, সরকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে বললেও কার্যত তাতে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি। রোজার মাসে মুসলিম বিশ্বে নিত্যপণ্যের দাম কমানোর প্রবণতা থাকলেও বাংলাদেশে সবসময় এর উল্টো চিত্র। পবিত্র রমজানকে কেন্দ্র করে বাড়িয়ে দেয়া হয় সবরকম নিত্যপণ্যের দাম।