সরকারি কর্মচারীদের বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি শুরু

- আপডেট সময় : ০২:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
সরকারি দপ্তরের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে চাঁদপুরে কর্মবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির আয়োজনে এ কর্মবিরতি চলছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করে। এ সময় তারা বিক্ষোভও করেন। কর্মবিরতি পালনকালে বক্তারা, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি জানান।
এদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেণীর কর্মচারীরা সকালে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে। জেলা সদরসহ পাঁচ উপজেলার জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরে একযোগে এ কর্মবিরতি পালন করছেন।