সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় বিএনপি ইতিবাচক সাড়া পাচ্ছে : ড. খন্দকার মোশাররফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় বিএনপি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনায় একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে কমছে টাকার মান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সিন্ডিকেট করে সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন মোশাররফ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কখনোই তাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকারের প্রতি আস্থা হারিয়েছে দেশের জনগণ। দ্রুত সরকারের পদত্যাগ উচিত। তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে ইভিএম নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তিনি বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড়। এর প্রামাণ শ্রীলঙ্কা। রাজনীতি, অর্থনীতি সবদিকেই শ্রীলঙ্কার চেয়েও দেশ খারাপ অবস্থার দিকে যাচ্ছে বলে সতর্ক করেন মোশাররফ।