সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার আন্তরিক: আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রেক্ষিতে সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বিশেষ কমিশন গঠনের জন্য যে দাবি উঠেছে, তা নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেয়া উপহারের দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।