সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ক্রিস মরিস

- আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। তবে খেলা থেকে অবসর নিলেও কোচ হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।
মরিস তার ইনস্টাগ্রামে লিখেছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন। ক্যারিয়ারের যাত্রায় পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মরিস দেশের জার্সিতে ৬৯টি ম্যাচ খেলে। এর মধ্যে ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে শেষবার খেলতে দেখা গেছে তাকে। গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন মরিস। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ম্যাচের রং বদলে দিতে পারতেন তিনি। গত বছর মরিস আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ টাকায় দলে নিয়েছিল। মরিসই আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার।