সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ উমর আকমল

- আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। বিতর্কিত এই ব্যাটসম্যানকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের বিচারে আকমলকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করার দায়ে এই শাস্তি পেয়েছেন উমর আকমল। একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেয়ার জন্য বাজিকরদের কাছ থেকে ২ লাখ ডলারের প্রস্তাব পেয়েছিলেন আকমল। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেয়ার জন্যও তাকে প্রস্তাব দিয়েছিলো বাজিকররা। কিন্তু সেই প্রস্তাবের বিষয়টি গোপন করেছিলেন আকমল। মূলত সেই জন্য তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। তার আগে, গেলো ২০ ফেব্রুয়ারি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবি। কিন্তু আকমল তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আপিল করেননি। দেশের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর আকমল।