সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, যে কোন সময় যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
সেনাবাহিনীর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন বা দূর্যোগে সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে দাড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের বাহিনী বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর।