সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে

- আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে। দেশে যখন হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তখনই এই নির্দেশ দেয়া হলো।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়। সবার মাস্ক বিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মনিটরিং করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে। এদিকে, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে। আর মারা যায় আরও ১২ জন। এছাড়া এদিন সুস্থ হয় আরও এক হাজার ১৩৮ জন। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার