সবার চোখ ফাঁকি দিয়ে গেট দিয়ে বের হন বিতর্কিত ডা. মুরাদ হাসান

- আপডেট সময় : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সবার চোখ ফাঁকি দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন কানাডা ও দুবাই থেকে প্রত্যাখ্যাত সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো বিতর্কিত ডা. মুরাদ হাসান। তবে কানাডা ও মধ্যপ্রাচ্য ঢুকতে ব্যর্থ মুরাদ ঘুরেফিরে ঢাকায় ফিরলেও রাজধানীর ধানমন্ডির বাসায় স্ত্রী-সন্তানদের কাছে ফেরেননি বলে জানা গেছে।
ঢাকায় মুরাদের তিনটি বাসার তথ্য পাওয়া গেছে। এর একটি রাজধানীর শান্তিনগরে,একটি ধানমন্ডিতে এবং অপরটি প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া মিন্টো রোডে। তবে প্রতিমন্ত্রীর পদ হারানোর কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকারও হারিয়েছেন। ঢাকায় ফিরে ভিআইপি টার্মিনাল দিয়ে বের হওয়ার কথা থাকলে গণমাধ্যমের নজর এড়াতে মুরাদ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে সাধারণ যাত্রীদের কাতারে বের হন। ডা. মুরাদ তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে গেছেন কি না- সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।সম্প্রতি খালেদা জিয়ার নাতনি ও একজন চিত্রনায়িকাকে নিয়ে অশ্লীল ও নারীবিদ্বেষী বক্তব্য দেয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ ছাড়েন ডা. মুরাদ। এরপর থেকেই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন তিনি। তবে সে চেষ্টায় ব্যর্থ হয়ে দেশেই ফিরতে হয় তাকে। এদিকে মুরাদের ফেরার দিন তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।