সবক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
সবক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেনো গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে পারে, সে দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশই হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের অষ্টম সভা।
এসময় আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট দেশ গড়তে স্মার্ট জনশক্তি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো উপর তাগিদ দেন সরকার প্রধান।
দেশের অগ্রযাত্রায় গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখরা প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।
২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারে লক্ষ্যে বলেও দৃঢ়হো প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।