সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাস – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম যে কথা বলেছেন, এতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেয়া হবে।তবে বিষয়টি তা নয়। এগুলো সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার বিল পাস হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে বলেও জানান তিনি। সিটি নির্বাচেন ভোটারের উপস্থিতি কমের বিষয়ে মন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগনের মাঝে ভীতি ও আশঙ্কার কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলেও জানান তিনি। পরে মন্ত্রী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমুল প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।