সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীরা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরো বলেন, অন্যান্য কর্মজীবীরা সপ্তাহে দু’দিন ছুটি পান, এখন থেকে শিক্ষকরাও পাবেন। অন্যদের তুলনায় শিক্ষকরা বছরে ৫১দিন বেশি কাজ করেন। যদি তারা সপ্তাহে দুইদিন ছুটি পান, সে ক্ষেত্রে আরো বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দীপু মনি।


























