সপ্তম দফায় ভাসানচর যাচ্ছে আরও দেড় হাজার রোহিঙ্গা

- আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সপ্তম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে আরও দেড় হাজার রোহিঙ্গা।
দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে রওনা দেয় তারা। এর আগে ১ ও ২ এপ্রিল ষষ্ঠ দফায় চার হাজার ৩৭২ জন রোহিঙ্গা ভাসানচরে যায়। প্রায় ৮ মাস পর এবার ১৮শ’ থেকে দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে সরকারের। রোহিঙ্গাদের নিয়ে প্রথমে বাস ও ট্রাকে তাদের চট্টগ্রামে পাঠানো হবে। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে ভাসানচর আশ্রয় শিবিরে নেয়া হবে। কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানায়, উখিয়াসহ বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হওয়া দেড় হাজারের বেশি রোহিঙ্গার তালিকা অনুযায়ী মঙ্গলবার রাতে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে রাখা হয়। অফিসিয়াল কার্যক্রম শেষে বুধবার সকালে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে এক রাত থেকে পরদিন ভাসানচর নিয়ে যাওয়া হবে তাদের।