সচিবালয়ে আন্দোলন আপাতত স্থগিত, সরকারের সঙ্গে চলছে বৈঠক
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
 - / ১৭৮২ বার পড়া হয়েছে
 
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চারদিন আন্দোলন চলার পর আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটা নাগাদ একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও দাবির বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত থাকলেও, প্রয়োজনে পুনরায় আন্দোলনে নামার প্রস্তুতি তাদের রয়েছে।
উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী কিছু বিধান পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন।
আলোচনার ফলাফল অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
																			
																		













