সক্ষমতা না থাকায় আন্দোলনের মাঠ থেকে বিএনপি পালিয়েছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
সক্ষমতা না থাকায় আন্দোলনের মাঠ থেকে বিএনপি পালিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়… বিএনপি মহাসচিব এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহন চায় আওয়ামী লীগ। এসময়ে তিনি আরো বলেন, নির্বাচনে অংশ না নিলে পতন হবে বিএনপি ও ফখরুলের। তিনি জানান, জনগনের উপর সরকারের আস্থা রয়েছে বলেই নির্বাচনী মাঠে খেলতে চায় আওয়ামী লীগ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।























