সংস্কার যা হয়েছে তাই নিয়েই নির্বাচনের দাবি মেজর হাফিজের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৭৬১ বার পড়া হয়েছে
১০ বছর ক্ষমতায় না থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য- অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহান ৭ নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ বাহিনীর মধ্যে এখনও শৃঙ্খলা ফিরে আসেনি। তাই, সংস্কার যতটুকু হয়েছে তা ঠিক রেখেই নির্বাচন দিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকারকে বাকী সংস্কার করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ অত্যাচার-নির্যাতনের সীমা অতিক্রম করে কেবল নিজেদের ক্ষমতা টেকাতে পুলিশ বাহিনীকে স্পেশাল কিলিং বাহিনী বানিয়েছিল বলেও জানান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।