সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি: নাহিদ ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় দলটির পথযাত্রায় এ কথা বলেন তিনি। সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে।




















