সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
 - / ১৬৮৬ বার পড়া হয়েছে
 
জাতীয়পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি ।
রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে পল্লীনিবাসে পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জিএম কাদের আরো বলেন, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয়, তা নির্বাচন কমিশনও স্বীকার করেছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
																			
																		














