সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি চক্রান্ত চলছে : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে জাতীয়-আন্তর্জাতিকভাবেও অনেক চক্রান্ত চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। গণভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ও জাতীয় পার্টির জন্ম সেনাবাহিনীর হাতে। প্রতিদিন মিথ্যা বলাই তাদের কাজ।
তিনি বলেন, অবৈধ ক্ষমতা দখলের জন্য জনগণ তাদের প্রত্যাখান করে। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের জন্য যা যা করণীয়, সফলভাবে করছে বর্তমান সরকার। জনগণের আস্থা নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আসে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যায়।