সংলাপে না গিয়ে মিথ্যাচার করছে বিএনপি: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
দেশের স্বার্থে বিএনপিকে রাষ্ট্রপতির সংলাপে বসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে বিএনপিকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন নিশ্চয়ই হবে। তবে, সেটা অবশ্যই সার্বজনীন হতে হবে বলে মনে করেন তিনি। বিএনপির বক্তব্য সংলাপে অংশ নিয়েই বলা উচিত। সংলাপে না গিয়ে নানা মিথ্যাচার করছে তারা। বিএনপিকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান আনিসুল হক। এছাড়া, মামলার জট আগের চেয়ে বেড়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, করোনাকালে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ২ লাখ মামলার নিষ্পত্তি হয়েছে। তা না হলে জট আরও বেড়ে যেতো বলে জানান আইনমন্ত্রী।
























