সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না, টুঙ্গিপাড়ার শৈলদাহ নদীর ডুমুরিয়া সেতু
- আপডেট সময় : ০১:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদাহ নদীর ডুমুরিয়া সেতু। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ২০ গ্রামের মানুষ। তবে এলডিইজি বলছে, সেতুর দু’পাশে সংযোগ সড়ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।
কোটালীপাড়ার ডুমুরিয়া, বালাডাঙ্গা, লেবুতলা, তরাইলসহ অন্তত ২০ গ্রামের মানুষকে জেলা-উপজেলা সদরে আসতে হয় শৈলদাহ নদী পার হয়ে। ২০১২ সালে প্রায় চার কোটি ৩২ লাখ টাকা খরচে নির্মাণ করা হয় ডুমুরিয়া সেতু।
কিন্তু, নির্মানের আট বছর পার হলেও সেতুর দু’পাশে হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। উল্টো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে সেতু পারাপারে ভোগান্তি চরমে ওঠে।
সংযোগ সড়ক না থাকায় প্রায় ১০ কিলোমিটার বেশি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মানের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে জমি অধিগ্রহণসহ প্রকল্প জমা দেয়া হয়েছে বলে জানায়, এলজিইডি। প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে, গোপালগঞ্জবাসী।


















