সংযুক্ত আরব আমিরাতের জল, স্থল ও আকাশ পথ কাতারের জন্য খুলে দেয়া হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের জল, স্থল ও আকাশ পথ কাতারের জন্য খুলে দেয়া হচ্ছে। আজ থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।
২০১৭ সালে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিয়োগ এনে কাতারের সঙ্গে আকাশ পথসহ সব সীমান্ত বন্ধ করে দেয় আমিরাত এবং আরও তিনটি মধ্যপ্রাচ্যের দেশ। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আবদুল্লাহ বেলহৌল জানিয়েছেন, কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা করে অন্যান্য সমস্যারও সমাধান করা হবে। অন্য তিনটি দেশ হলো, সৌদি আরব, বাহরাইন ও মিসর। এর আগে কুয়েতের মধ্যস্থতায় কাতারের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেয়া হয়।