সংবিধান অনুযায়ীই হবে আগামী সংসদ নির্বাচন : আইনমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
 - / ১৬৯৪ বার পড়া হয়েছে
 
সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন হবে। সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। যেসব দল বাংলাদেশে বিশ্বাস করে, তারা সংবিধানের মধ্য থেকেই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও সমমানের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।এতে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে নবীন বিচারকদের ভয়ভীতির উর্ধে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামি নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে গিয়ে কোন আইনি সংস্কারের সুযোগ নেই।
																			
																		














