সংবিধানের ৭০ ও ১১৬ ধারা বাতিলের দাবি জানিয়েছেন জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শুধু সরকার পরিবর্তন নয়– দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানের ৭০ ও ১১৬ ধারা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিকেলে ঢাকার একটি কনভেনশন সেন্টারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পার্টির বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ সংগ্রাম করেছিলো- তা এখন নেই উল্লেখ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনেও সংবিধানের কয়েকটি ধারা বাতিলের প্রতি গুরুত্বারোপ করেন জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।