ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে দুই বছর দেরী হয়েছে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে দুই বছর দেরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর দেয়া সমাপনি বক্তব্যে তিনি আরো বলেন, অনেক বাধা-বিপত্তি আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্ত পদ্মার বুকে আজ বহু-কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দাঁড়িয়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংক্রমণের উধ্বর্গতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।























