শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ২৩৫৮ বার পড়া হয়েছে
প্রায় আড়াই বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেলেন মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে, একজন অলরাউন্ডারের জায়গায় কেবল একজন অফ স্পিনার নেওয়াই যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের কাছে।
তাই অনেকটা চমক জাগিয়ে মোসাদ্দেক হোসেনকে টেস্ট দলে যুক্ত করেছেন তারা। সবশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলেছিলেন মোসাদ্দেক। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চোটে এরই মধ্যে প্রথম টেস্টের দলে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। ২৩মে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।



























