শ্রমিকদের বয়ে আনা যানবাহনে ঢাকার আশপাশের মহাসড়কে যানজট

- আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কর্মস্থলে ফেরত শ্রমিকদের বয়ে আনা যানবাহনে মহাসড়ক বিশাল চাপ। গাড়ি ধীর গতি ঢাকার আশপাশের মহাসড়কে সৃষ্টি করেছে যানজটের।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রাতে ছিল বাড়তি গাড়ির চাপ।
আজ বিশেষ ব্যবস্থায় গণপরিবহন চলতে শুরু করায় সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী অনেক। সুযোগে কয়েকগুণ ভাড়া বেশি দাবী করছে পরিবহন মালিকরা। গণপরিবহন ছাড়াও ট্রাক, অটো রিকশা, পিকাপভ্যান ও ব্যক্তিগত গাড়ি দেখে গেছে এই অঞ্চলের মহাসড়কে।
গণপরিবহন চালুর খবর স্বস্তিদায়ক হলেও যানজটে দুর্ভোগ বেড়েছে কর্মস্থলে ফিরছেন এমন যাত্রীদের। সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানের দীর্ঘ সারি দেখা গেছে। যানজট ঠেকেছে সেতু পশ্চিমের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার পর্যন্ত।
ঢাকামুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে-থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
শিল্প কারখানা চালুর প্রথম দিনেই শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় কর্মস্থলে যোগ দিয়েছেন অনেক পোশাক কারখানার শ্রমিকরা। অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যোগ দিয়েছেন তারা।
শিল্প ও কলকারখানার খোলার সরকারী সিদ্ধান্তের পর রাজশাহী থেকেও ঢাকামুখী বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, সরকার ৬০ শতাংশ বাড়িয়েছে, কিন্তু ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ।