শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ। ২০১১ সালের ১১ জুলাই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়।
এখনো সেই দুঃসহ স্মৃতি মনে এলেই আঁতকে ওঠেন নিহতদের স্বজনরা। এখনো যাওয়া-আসার পথে দুর্ঘটনাস্থলে থমকে দাঁড়ায় পথিক। প্রতিবছরের মতো এবারও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। দিনটির কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়েন সন্তান হারানো মায়েরা। এ কান্নার শেষ কোথায় জানে না কেউই। প্রতিবছর ১১ জুলাই এলে শোকে বিহ্বল হয়ে পড়েন নিহতদের পরিবার, স্বজন, স্কুল শিক্ষক তথা সমগ্র মিরসরাই। হারানো সন্তানদের ছবি বুকে আঁকড়ে ধরে বাবা-মায়েদের কাঁদতে দেখা যায় এইদিনে।





















