শৈলকুপায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসময় ৯টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।
বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উমেদপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাব্দার হোসেন মোল্লা নির্বাচনী প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে শৈলকুপায় ফেরার সময় রয়েড়া গ্রামে পৌঁছালে দুবৃর্ত্তরা তাদের উপর হামলা চালায় এসময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত হয় অন্তত ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।