শেষ দিনে মাওয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে নেমেছে ঘরমুখো মানুষের ঢল

- আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আপনজনদের সাথে ঈদ করতে শেষ দিনে মাওয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। গার্মেণ্টস ছুটি হওয়ায় ভীড় বেড়েছে কয়েকগুণ।
ফেরিতে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। এছাড়া ঘাটে পণ্যবাহী অসংখ্য ট্রাক আটকে আছে পারাপারের অপেক্ষায়। পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারাপারে ব্যয় হচ্ছে প্রায় দ্বিগুণ সময়। ফলে ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যাও ক্রমেই বাড়ছে।
শিমুলিয়া ঘাট দিয়ে ২১ জেলার ঘুরমুখো মানুষগুলো বাড়ী ফিরছে। হাজার হাজার যাত্রী ৫ থেকে ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘাট এলাকায় উপস্থিত হন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক বাস, পণ্যবাহী ট্রাক, ৩ শতাধিক ব্যক্তিগত গাড়িসহ অসংখ্য মোটরসাইকেল। এছাড়াও নদী পার হতে ঘাট এলাকায় ভীড় বেড়েছে শত শত গার্মেণ্টস শ্রমিকের।
এদিকে, পাটুরিয়া ফেরিঘাটেও যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত যানবাহন এবং ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা যায়। নদী উত্তাল থাকায় ফেরি নোঙ্গর করেত ৫ মিনিটের জায়গায় ২০ মিনিট সময় লাগছে। সব মিলিয়ে ফেরি পার হতে সময় লাগে এক ঘন্টা।