শেরপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় আরিফুল ইসলাম নামের এক যুবক গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় সোহাগী আক্তার নামের এক কলেজ ছাত্রী খুনের ঘটনায় আরিফুল ইসলামকে নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রমজানের সময় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সাথে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে রাতে নকলার কায়দায় সোহাগী আক্তারের বাড়ির রান্না ঘরে রাত্রীযাপন করে আরিফুল। সকালে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে চিৎকার শুনে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন।