শেরপুরে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীপাড়ের কাঁচা রাস্তার উপর থেকে বস্ত্রহীন অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, নদীর পাড়ের পাশ দিয়ে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ওই যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।