শেখ হাসিনার ওপর হামলা ও সিপিবির সমাবেশে হামলার রায়ে সন্তোষ প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
তিন দশক আগে চট্টগ্রামে শেখ হাসিনার ওপর হামলা ও দুই দশক আগে সিপিবির সমাবেশে হামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে সচিবালয়ে পাবনা আইনজীবী সমিতিকে বই কিনতে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী ।ওই দুটি চাঞ্চল্যকর মামলার রায়ের একদিন পর প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দুটি রায়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে চট্টগ্রামের ঘৃণিত অপরাধটা ১৯৮৮ সালে হয়েছে, ৩১ বছর পর এই বিচার সমাপ্ত হল। সিপিবির বোমা হামলা ২০০১ সালে হয়েছে। এর মানে ১৮ বছর পর নানা চড়াই উৎরাই পার করে এটির রায় হয়েছে।