শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার আহবান জামায়েত আমীরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৪০ বার পড়া হয়েছে
জামায়াতের যারা ক্ষতি করেছে, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ।
দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবির কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তাকে দেশে ফিরে এসে মামলা মোকাবিলা করার পরামর্শ দেন সংগঠনটির শীর্ষ এই নেতা। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনূর আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াত ইসলামির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

















