শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না,তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ থেকে তাকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকীতে এ মুল্যায়ন তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা।
সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা।করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম সীমিত রাখা হয়।
এসময় বঙ্গমাতা ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে পাঠানো ভিডিও বার্তায় বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটি রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রাখেন।
পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজিত বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতা হয়ে ওঠার পিছনে বঙ্গমাতার ঘনিষ্ঠ ভুমিকা রয়েছে।
কৃষকলীগের আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাঙ্গালীর ইতিহাস লিখতে হলে বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে কেউ অস্বীকার করতে পারবে না।
বঙ্গমাতার সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

 
																			 
																		























