শুরু হয়েছে বাংলাদেশ কার্গো ক্লাব টুর্নামেন্ট-২০২২’র দ্বিতীয় আসর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ কার্গো ক্লাব টুর্নামেন্ট-২০২২’র দ্বিতীয় আসর। ১২ দলের অংশগ্রহনে হচ্ছে এবারের টুর্নামেন্ট। চার গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো।
বনানীর ওয়াপদা মাঠে উদ্বোধনী দিনে খেলতে নামে আট দল। দিনের প্রথম ম্যাচে টেড লজিস্টিককে ৮১ রানে হারিয়েছে হেলম্যান লজিস্টিক। দিনের দ্বিতীয় ম্যাচে জিতেছে রেইনবো, বানসার্ডকে হারিয়েছে ২০৮ রানের বড় ব্যবধানে। উত্তেজনা ছড়ানোর ম্যাচে এডিসন লজিস্টিকের কাছে ২৮ রানে হেরেছে রিদম গ্রুপ।দিনের চতুর্থ ও শেষ ম্যাচে বাজিমাত করেছে আইপর্ট লজিস্টিক। এক্সপো ফ্রেইডকে হারিয়েছে ১৬৩ রানের বড় ব্যবাধানে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ মার্চ। এর আগে, আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেফসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন লোটাস।










