শুরু হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
 - / ১৭১৩ বার পড়া হয়েছে
 
শুরু হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজানের প্রথম রোজা সম্পন্ন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার দেশের আকাশে হিজরি ১৪৪১ সালের রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপরই এশার নামাজের সাথে তারাবীহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজার আনুষ্ঠানিকতা শুরু করেন। নামাজ শেষে করোনার ছোবল থেকে মুক্তির আশায় তারা বিশেষ মোনাজাতেও অংশ নেন। সুবহে সাদেকের আগে সেহরী খেয়ে এবং সূর্যাস্তের পর ইফতারির মাধ্যমে প্রথম রোজা সম্পন্ন করেন তারা।
ধর্মসচিব নুরুল ইসলাম এভাবেই, দেশের আকাশে শুক্রবার সন্ধায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা ঘোষণা করেন। এরপরই করোনা থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
চাঁদ দেখার তথ্য পাওয়ার পরই ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজের সাথে তারাবীহর নামাজ আদায় করেন। করোনার কারণে, সরকারি বিধি নিষেধাজ্ঞা থাকায়, সর্বস্তরের মানুষ মসজিদে না গিয়ে নিজ নিজ বাসায় নামাজ পড়েন।
ভোররাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, নিজ নিজ সামর্থ অনুযায়ী, ধর্মপ্রাণ মুসলমানরা সেহেরী খেয়ে নিয়তের মধ্যদিয়ে রোজা রাখেন।
দিন শেষে মাগরিব আজানের সঙ্গে সঙ্গে ইফতারের মধ্যদিয়ে প্রথম রোজা শেষ করেন সবাই। আর এভাবেই একের পর এক রোজা রেখে ধর্মপ্রান মুসলমানরা পার করবেন সিয়াম সাধনার মহিমান্বিত মাস মাহে রমজান।
																			
																		














