শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- আপডেট সময় : ০১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
বাংলা প্রথম পত্র দিয়েই শুরু হল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা । ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র পরিদর্শনী গিয়ে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মণি জানান, প্রশ্ন ফাঁসের অপচেষ্টায় যুক্ত হলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা।
তখনো পরীক্ষা শুরু হওয়ার বাকি আধাঘন্ট। সবার চোখে মুখেই উদ্বেগ আর উতকণ্ঠ। প্রশ্ন কমন পড়বে কিনা এমন সংশয় সন্দেহ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কক্ষে প্রবেশ করে তারা।
এরই মধ্যে রাজধানীর বাড্ডা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি। প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণ আগেই কয়েকটি কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে কথা গণমাধ্যমের সাথে কথা বলেন। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে সহযোগিতা চান সবার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র নিয়ো গুজব ছড়ালে কোঠার ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কেন্দ্রের বাহিরে অপেক্ষমান অভিভাবকরা সন্তুষ্ট এবারের পরীক্ষার আয়োজন নিয়ে।
৩০ ই এপ্রিল শুরু পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত।



























