শুধু ব্যবসায়ীদের স্বার্থেে জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে : ক্যাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শুধু ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ– ক্যাব এর চেয়ারম্যান গোলাম রহমান।
অনলাইনে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ক্যাব চেয়ারম্যান বলেন,করোনার মাঝে এমনিতেই রোজগার কমে গেছে মানুষের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মাঝে নতুন করে, জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে বলে মনে করেন তিনি। পরিস্থিতি স্থিতিশীল করতে, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন গোলাম রহমান। জ্বালানি তেলের পাশাপাশি গণপরিবহনের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তিনি। সরকারি কোষাগার থেকে জ্বালানি নিরাপত্তা তহবিলে অর্থায়নের আহবান করা হয় সংবাদ সম্মেলনে।