শুধু ক্ষমতায় যাবার জন্য একটি দল সংস্কারের কথা বলছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৯৩৮ বার পড়া হয়েছে
যারা সংস্কারের কথা বলে, তারা শুধু ক্ষমতায় যাবার সংস্কার জানে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জানান, তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে রাজনীতির হাল ধরবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে রাজনীতির হাল ধরবেন বলে আশা ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকলের অভিভাবক তিনি। তার জন্য সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া, সকলের প্রার্থনায় তিনি ফিরে আসুক।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুরু হওয়া এ পরিকল্পনা কর্মশালার চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত




















