শুক্রবার থেকে সারাদেশে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে

- আপডেট সময় : ০৮:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে সারাদেশে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। এতে করে ঈদের ছুটিতে বাড়ি যাওয়া কর্মজীবি মানুষ দ্রুত ঢাকায় ফিরতে শুরু করেছে।এভাবে অল্প সময়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় অবাধ বিচরণের ফলে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তারা বলছেন, অযথা বাড়ির বাইরে বের না হয়ে এক জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করা উচিত।
ঈদ উপলক্ষে সারাদেশে বিধিনিষেধ শিথিল করায় অনেকেই ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান।
তবে শুক্রবার সকাল থেকে আবারও কঠোর বিধিনিষেধ শুরুর ঘোষণায় রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবি মানুষ।
এবার বিধিনিষেধে সকল শিল্প কলকারখানা ও বেসরকারি অফিস বন্ধ থাকার কথা বলা হলেও রাজধানী ফেরত যাত্রীরা বলছেন, তাদের অনেকেরই অফিস খোলা রয়েছে। তাই বাধ্য হয়ে ঢাকা ফিরতে হচ্ছে তাদের।
এদিকে, বিধি না মেনে যারা বাড়ী গিয়ে আবার ফিরছেন তারা সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারে বলে মনে করছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
তিনি আরও বলেন, সংক্রমণ প্রতিরোধে সরকার আবারও বিধিনিষেধ আরোপ করছে। নিরাপদে থাকতে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।