শীত শুরু হতেই চাঙ্গা সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লী
- আপডেট সময় : ০৪:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শীত মৌসুম শুরু হতেই চাঙ্গা সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লী। চাহিদা ভালো থাকায় রাতদিন কম্বল তৈরিতে ব্যস্ত কারিগররা। প্রতিটি কারখানায় তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন পণ্য কিনতে।
উত্তরাঞ্চলে বাড়ছে শীত। সঙ্গে সঙ্গে কর্মব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লী। প্রতিটি কারখানায় তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল। চাহিদা বাড়ায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তারা বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কাজের চাপও। পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও কম্বল তৈরির কাজ করছেন।
কম দামে ভালো মানের কম্বল পাওয়ায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশজুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন পণ্যটি কিনতে।
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই কম্বল শিল্প প্রসারের মাধ্যমে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করার কথা জানালেন উপজেলা বিএনপির এই নেতা।
এ শিল্পকে ঘিরে কাজিপুর সদরসহ চার ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে ছোট-বড় কারখানা। প্রায় ৫০ হাজার মানুষ পেয়েছে কর্মের নতুন জীবন। প্রতিটি কারখানায় ও বাজার জুড়ে ঝুট কাপড়ের স্তূপ, কাটাকাটি, কাপড় জোড়া লাগানো, নকশা কাটানো, ডিজাইন, সেলাই এবং শুকানোর দৃশ্য মিলিয়ে এক প্রাণচঞ্চল কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে।




















