শীতকালীন অধিবেশনে সাংবাদিক সুরক্ষা আইন সংসদে উত্থাপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সংসদের আগামী শীতকালীন অধিবেশনে সাংবাদিক সুরক্ষা আইন উত্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ছিল গণমাধ্যমকর্মী আইন। আইনটি ইতোমধ্যে আইনমন্ত্রী সই করেছেন বলে জানান তিনি। এটি আইনে রূপান্তরিত হলে সম্প্রচার, অনলাইন, রেডিও, পত্রিকার সাংবাদিকদের আইনি সুরক্ষা দেওয়া যাবে। দেশে আসলের চেয়ে নকল সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে সমাজকে রক্ষা করা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।