শিশু ধর্ষণের মামলায় ডাক্তারি পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন দেয়ায় ক্ষমা চেয়েছেন সিভিল সার্জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছরের এক কন্যাকে ধর্ষণের মামলায় ডাক্তারি পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন দেয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ৯ চিকিৎসক।
পরে সিভিল সার্জনসহ ৯ চিকিৎসক এবং এসপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। মামলার নথিতে দেখা যায়, নাসিরনগরের ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আনা হয় ১১ বছর বয়সী আরেক শিশুর বিরুদ্ধে। অভিযুক্ত শিশুর জামিন আবেদনের শুনানিতে নথি পর্যালোচনা করে দেখা যায় ডাক্তারি পরীক্ষায় ভিন্ন ভিন্ন তথ্য এবং অমিল রয়েছে। গত ১৭ জানুয়ারি সংশ্লিষ্টদের আদালতে হাজির হয়ে নথিপত্রের গরমিলে বিষয়ে ব্যাখ্যার নির্দেশ দেয় আদালত।























