শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে খুলনা থেকে দুই যুবককে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে খুলনা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকে উদ্ধার করেছে পুলিশ । পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে সাতক্ষীরা শহরের কাটিয়ায় অপহরণ করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, ২৫ সেপ্টম্বর শহরের কাটিয়ার এক দরিদ্র হিন্দুধর্মাবলম্বী দিনমজুরের শিশু কন্যাকে স্থানীয় আসাদুল ও শাওন নামের দুই বখাটে যুবক ফুসলিয়ে খুলনার লবণচোরা এলাকায় নিয়ে যায়। সেখানে শিশুকে আটকে তারা শ্লীলতাহানি করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মেয়েটির বাবা নিখোঁজের অভিযোগ করে। পুলিশ জানায়, অভিযোগের পরে পুলিশ অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে এবং শনিবার অভিযান চালিয়ে কাটিয়া সরকারপাড়া থেকে আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ও মনিরুল ইসলাম শাওনকে গ্রেফতার করে
























