শিমের আগাম চাষ হচ্ছে পঞ্চগড়ে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
 - / ২০৩৯ বার পড়া হয়েছে
 
শীতকালীন ফসল হলেও, শিমের আগাম চাষ হচ্ছে পঞ্চগড়ে। বাণিজ্যিকভাবে লাভবান হবার সম্ভাবনা দেখছেন এখানকার চাষিরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন শিম আবাদে ঝুঁকছেন স্থানীয় চাষিরা।
দুর থেকে তাকালেই দেখা যায় শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা এবং বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি যেন একাকার।
মৌসুম শুরুর আগেই এমন মনোমুগ্ধকর দৃশ্যে ভরে উঠেছে উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকার শিম বাগানগুলো। ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য্য। আর হাতছানি দিচ্ছে আবহমান গ্রাম বাংলার এক অন্যরকম দৃশ্য।
অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভ হওয়ায় এখানকার চাষিরা দিন দিন এই আবাদে ঝুঁকছেন বললেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কৃষি বিভাগের তথ্যমতে, এবছর জেলায় ২৬৫ হেক্টর জমিতের শিমের আবাদ হয়েছে।
																			
																		














